নিজস্ব প্রতিবেদক ঃ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৫ আসন ফুলতলা—ডুমুরিয়ার নৌকা প্রতীকের ৩৫ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান গতকাল সন্ধায় পৃথক পৃথকভাবে গিলাতলা ২ নং কলোনী, পাকারমাথা, পালপাড়া, গফফারফুড মোড়ে অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ১নং আটরা গিলাতলা ইউনিয়নের নৌকা প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বেগ আব্দুর রাজ্জাক রাজ,৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী,৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খান রিয়াজুল ইসলাম রাজা, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হক,৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান মফিজুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, সরদার আলী আহমেদ। বক্তৃতা করেন ৭ নং ওয়ার্ড নির্বাচন কমিটির আহবায়ক শেখ রবিউল ইসলাম, সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, সাবেক ইউপি সদস্য সুফিয়া বেগম ,শেখ কায়কোবাদ, শেখ হায়দার আলী, আশুতোষ, সরদার বায়জিদ, সাইদুল ইসলাম, বরকত হোসেন, কাজী মোস্তাফিজুর রহমান, মান্নান, বিনয়, জুলহাস, ফারুক হোসেন, মনিরুল ইসলাম, হাবিবুর রহমান, শেখ রাসেল, আলী আকবর, আশিক হাসান, জিসান, মেহেদী হাসান, আজিম, সবুজ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় শেখ আবিদ হোসেন আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ কে নৌকা প্রতীকে ভোট দিয়ে ফুলতলা ডুমুরিয়া উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান ।
0 মন্তব্যসমূহ