নিজস্ব প্রতিবেদক ঃ খানজাহান আলী থানাধীন ৬ নং যোগীপোল ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডে খুলনা তিন আসনের নৌকার প্রার্থী এস এম কামাল হোসেনের নিবার্চনী প্রচারণার অফিসে ২৪ ডিসেম্ভর দিনগত রাত সাড়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। সকাল ১১ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন কেএমপি ডিসি নর্থ মোল্লা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত উপ— পুলিশ কমিশনার সোনালী সেন, সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) আবুল বাশার। স্থানীয় আওয়ামীলীগ নেতা ইউসুফ আলী খলিফা বলেন রাত সাড়ে তিনটায় নৌকা প্রতীকের প্রার্থীর এ অফিসে আগুন লাগে তিনি বলেন যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই এ ঘটনার সাথে জড়িত । খানজাহান আলী থানার ওসি মোম্তাজুল হক বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেউ যদি কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ