নিজস্ব প্রতিবেদক ঃ খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন যথাযথ মর্যাদায় পালন করেন খুলনার দৌলতপুর থানার মহেশ্বর পাশা বণিক পাড়া কালভেরী এ্যপোস্টলিক চার্চ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশপ ডক্টর জন হেরা কতৃক আয়োজিত ২৫ ডিসেম্বর দিবগত রাত ১২ টা এক মিনিটে বড়দিনের কেক কেটে এবং সকালে গির্জা করে বড়দিনের অনুষ্ঠান সমাপ্ত করেন। দুপুরে সকল ধর্মের মানুষদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় তার সহকারী হিসেবে ছিলেন পুরোহিত অমররত্ন চাকমা, অসিত বৈরাগী ও তার নিজ পত্নী রেভ: রিতা হীরা।
0 মন্তব্যসমূহ