নিজস্ব প্রতিবেদকঃ ঘনকুয়াশার মধ্যে ঢাকা—বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইট বহনকারী ট্রলির সংঘর্ষ হয়েছে। এতে ট্রলিচালক ও হেলপার নিহত হয়েছেন। উজিরপুর উপজেলার মুণ্ডপাশা এলাকায় আজ রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বরতা গ্রামের বাসিন্দা সোহরাব হাওলাদার (২৭) ও হেলপার রুবেল হাওলাদার (২২) ঘটনাস্থলেই মারা যান। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।নিহত সোহরাব হাওলাদার ও রুবেল হাওলাদারের বাড়ি বামরাইল ইউনিয়নের বরতা গ্রামে। এলাকাবাসী ও পুলিশের তথ্যে জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উজিরপুরের মুণণ্ডপাশা এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ইট বহনকারী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রলিটি সড়কে ছিটকে পড়ে। অন্যদিকে সড়কের পাশে রেইনট্রি গাছে ধাক্কা খেয়ে বাসটির সামনের অংশ দুমড়ে—মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রলির চালক ও হেলপার নিহত হন। আহত হয়েছেন বাসের হেলপার, সুপারভাইজারসহ বেশ কয়েকজন যাত্রী। আহতদের বরিশাল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
0 মন্তব্যসমূহ