নিউজ ডেস্কঃ
ভয়ংকর করোনা পরিস্থিতিতে মানুষ যখন বেকার হয়ে অন্যহীনতায় ভুগছে ঠিক তখনই রাতের অন্ধকারে মানুষের পাশে খাদ্য নিয়ে পৌঁছে যাচ্ছে খুলনার রূপসা উপজেলায় অবস্থিত জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন "ড্রীম লাইট" ।
করোনা সংক্রামন রুখতে লকডাউন দেওয়ার কারণে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন অনেক মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার , চাকরি হারা অনেক মানুষ না খেয়ে দিন কাটালেও লজ্জায় জনপ্রতিনিধিদের কাছে যাননি , এমন কিছু পরিবারের তালিকা তৈরি করে তাদের বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে এই সংগঠনটি ।
রাতের অন্ধকারে খাদ্য সহায়তা দেওয়ার কারণ জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা এফ এম বুরহান জানান, "মধ্যবিত্ত পরিবারের লজ্জা অনেক বেশি তারা না খেয়ে থাকলেও লজ্জায় কাউকে কিছু জানাতে চান না , আবার খাদ্য সহায়তা নিতেও লজ্জা বোধ করেন, তা বাদে আমাদের সংগঠনের অর্থনৈতিক অবস্থা ভালো না আমাদের তেমন কোন ডোনার নেই, তাই আমরা বেশি পরিবারকে দিতে পারবোনা বিধায় আমারা গোপনে এই সহায়তা পৌঁছে দিচ্ছি ।
তাদের সংগঠন থেকে খাদ্য সহায়তা নেওয়ার ও দেওয়ার জন্য খোলা রয়েছে জরুরী ফোন নম্বর (01733803213) , (01611089848 বিকাশ )
খাদ্য সহায়তা দেওয়ার সময় ড্রীম লাইট প্রতিষ্ঠাতা এফ এম বুরহানের সাথে উপস্থিত ছিলেন, আব্দুল কাদের, রাকিবুল ইসলাম, মুহাম্মদ আকাইদ, ফামিম খান, সবুজ হাসান আশিক, টুলু মিত্র, প্রমুখ ।
0 মন্তব্যসমূহ