আব্দুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরায় উদ্বেগজনক হারে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় শনিবার(৫জুন) সকাল থেকে জেলায় লকডাউন কার্যকর করা হয়েছে। করোনা প্রতিরোধ কমিটির সভায় জেলায় সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণের জন্য ভ্রাম্যমান আদালতের একাধিক টিম রয়েছে জেলার সর্বত্র।
এদিকে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে বন্দরের সব ধরনের দোকানপাট। সকাল থেকে শহরের রাস্তাঘাটে, রিক্সা, ভ্যান, ইজিবাইক ও মাহেন্দ্র যোগে সাধারন যাত্রীরা রাস্তায় বের হলে বেলা বাড়ার সাথে সাথে পুলিশি তৎপরতায় রাস্তাঘাট কিছুটা ফাঁকা হয়ে যায়। এছাড়া লকডাউন কার্যকর করার জন্য সাতক্ষীরা জেলার প্রবেশ দ্বার গুলোতে বসানো হয়েছে চেকপোস্ট । গণপরিবহন ও দোকানপাট বন্ধ রয়েছে।
তবে পথচারীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করলে ভোগান্তির শিকার হতে দেখা যায় তাদের। খুলনা রেঞ্জ ডিআইজি ডঃ খন্দকার মহিদ উদ্দিন সকালে সাতক্ষীরায় সফরকালে লকডাউন কার্যকর করার নির্দেশনা দেন। একই সাথে করোনা মহামারী থেকে মানব জাতিকে রক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান
0 মন্তব্যসমূহ