রুহুল আমিন,পবিপ্রবি প্রতিনিধি -
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নুর ই আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদের আদেশক্রমে নিয়োগ দেওয়া হয় বলে জানানো হয়েছে।
কৃষি বিজ্ঞানী ড. স্বদেশ চন্দ্র সামন্ত পবিপ্রবি’র কৃষি অনুষদের ডিন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ও রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ বর্তমানে তিনি রুটিন উপাচার্য হিসেবেও কর্মরত ছিলেন পবিপ্রবিতে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ ৪ বছর হবে।
0 মন্তব্যসমূহ