শম্পা ধর বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল সহ সারা দেশেই করোনার টিকার ২য় ডোজ দেয়ার কাজ চলছে।কিন্তু আজ ২০মে বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গেছে বরিশালে করোনার ২য় ডোজের টিকা।
নগরীর জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে টিকা নিতে জোড়ো হলে সেখানে তালা ঝুলতে দেখা যায়।ছিলেন কোনো কর্মকর্তা। হাসপাতালের চিকিৎসক জানান, আপাতত টিকা দেয়া স্থগিত আছে।
টিকা না পেয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন।তবে কর্তৃপক্ষ বলেন সরবরাহ না থাকায় টিকা দেয়া বন্ধ আছে, তবে সরবরাহ হলে আবার টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে।
সিভিল সার্জনের কার্যালয়ে থেকে জানা যায়,৩দফায় বরিশালে মোট ২লাখ ৮৯হাজার ৯শত ডোজ টিকা আসে,যা ৯০হাজার ফেরত দেয়া হয়।
বরিশালের ৩টি টিকা কেন্দ্রের সব গুলো বন্ধ এখন।সরবরাহ এলে আবার টিকা দেয়া শুরু হবে।
0 মন্তব্যসমূহ