Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন



আব্দুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টার : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ মে) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সংবাদকর্মীরা বলেন, এ ঘটনায় সবার আগে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপের প্রয়োজন ছিল। আমরা এখনও তা লক্ষ্য করছি না। স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির আখড়া, যা সর্বজনস্বীকৃত। দুর্নীতির সংবাদ প্রকাশ করায় মন্ত্রণালয়ের কক্ষে পাঁচ ঘন্টা আটকে রেখে সাংবাদিককে নির্যাতন করা হয়েছে। সাংবাদিকের উপর আঘাত না এনে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে সাংবাদিকবৃন্দ।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকরা বলেন, নির্ভীক সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে নির্যাতন করা হয়েছে তা নির্মম ও বর্বর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জেবুন্নেচ্ছা খানম সাংবাদিকের গলার টুটি চেপে ধরে হত্যাচেষ্টা করে সরকারকেই বেকায়দায় ফেলার অপচেষ্টা চালিয়েছেন। উপ-সচিব জেবুন্নেচ্ছা খানম স্থাবর অস্থাবর সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন, যা দুর্নীতির একটি বড় প্রমাণ।
অথচ তার বিরুদ্ধে কোনও আইনগত ব্যবস্থা বা শাস্তি না নিয়ে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় উল্টো সাংবাদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।
মানবন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী। সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের যৃগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল।
এছাড়াও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, ডেইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ড. দিলীপ কুমার দেব, দৈনিক মানব কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি ও আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও বিজয় টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big