Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় বিআরডিবি প্রকল্প পরিচালকের, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।




নাহিদ জামান রূপসা প্রতিনিধি। 

রূপসা উপজেলা পল্লীভবন মিলনায়তনে, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বিআরডিবি প্রকল্প পরিচালকের মতবিনিময় সভা আজ ২৭ মে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথী হিসাবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাত করণ কর্মসূচীর পরিচালক মোঃ তাফজেল হোসেন বলেন, বর্তমান সরকার দারিদ্রতা দূরীকরনে অসমান্য অবদান রাখছে। সরকার বিআরডিবির মাধ্যমে দুঃস্থ ও দরিদ্রেদের মাঝে স্বল্প সূদে ঋণদান করে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলছে। তিনি বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিআরডিবির পূর্বের তুলনায় অনেক উন্নয়নমুখী পরিকল্পনা গ্রহন করা হয়েছে এবং নানা রকমের প্রকল্প গ্রহন করে গ্রামের দারিদ্রতা দূর হচ্ছে। এ কারনে সরকার বিআরডিবির উন্নয়নের লক্ষ্যে কোটি কোটি টাকা বরাদ্দ করছে। একটি ছাতার তলে বিআরডিবিকে আনার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিআরডিবির বাগেরহাট এর উপপরিচালক মোঃ নাসির উদ্দিন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজের সভাপতিত্বে এবং ফিল্ড অফিসার কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন ইউসিসিএ চেয়ারম্যান এ্যাডঃ সুশীল কুমার পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোল্যা আবু বকর, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সাইদুজ্জামান, নবগত সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা অমিত কুমার সরকার, রূপসা প্রেসক্লাবের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, সাবেক ইউসিসিএ চেয়ারম্যান গোপাল চন্দ্র মন্ডল, অফিস সহকারী অনন্ত কুমার পাল, রবিউল ইসলাম ফকির, পরিদর্শক গোপাল চন্দ্র কুশারী, আবুল হাসান, অনিমেশ কুমার আশ, মাঠ সংগঠক শশাঙ্ক বৈরাগী প্রমুখ। পরে প্রকল্প পরিচালক রূপসা বিআরডিবির দপ্তরের সকল কর্মকান্ড পর্যবেক্ষন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big