---------------------------------------------
মোঃ মিলন আকন রনি, মোরেলগঞ্জ, বাগেরহাট।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তাদের হাতে হেনস্তা ও পরিকল্পিত মামলায় আটক সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্তাকারিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বাগেরহাটের মোড়েলগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা। বুধবার বেলা ২টায় মোড়েলগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি একুশে টিভি প্রতিনিধি এইচএম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মশিউর রহমান মাসুম, সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি দৈনিক জন্মভূমি প্রতিনিধি মো. জামাল শরীফ, দৈনিক পূর্বাঞ্চল মোড়েলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ।
এ ছাড়াও দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, দৈনিক জনতা প্রতিনিধি রাজীব আহসান রাজু, দৈনিক সংবাদ ও গ্রামের কাগজ প্রতিনিধি গনেশ পাল, দৈনিক রুপসাঞ্চল পত্রিকার মোড়লগঞ্জ প্রতিনিধি, দৈনিক আলোকিত পত্রিকার স্টাফ রিপোর্টার এবং দৈনিক প্রতিদিনের স্বদেশ পত্রিকার মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি ""মোঃ মিলন আকন রনি""।
দৈনিক দেশজগত ও জিনিউজ বিডি২৪.কম মোড়েলগঞ্জ প্রতিনিধি শেফালী আক্তার রাখি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তরা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, হেনস্তাকারী উপ-সচিব কাজী জেবুন্নেছার অপসারন ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে মোড়েলগঞ্জ প্রেস ক্লাবের সকল সাংবাদিক, স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
0 মন্তব্যসমূহ