স্টাফ রিপোর্টার : জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা “দৈনিক রূপসাঞ্চল”এর রিপোর্টার আবুল কাশেম’র পহেলা জানুয়ারী শুভ জন্মদিন। এই দিনে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলীম পরিবারে জন্ম গ্রহন করেন এই বরণ্যে সাংবাদিক।
সাংবাদিকতার পাশা পাশি একইসাথে একজন শিক্ষক,ইমাম, কলামিষ্ট, লেখক,গবেষক এবং জনপ্রিয় মুখ।নানা পরিচয়ে ভূষীত এ মানুষটি সাংবাদিকতা তথা মিডিয়া অঙ্গনে জীবন্ত কিংবদন্তি ।
সাংবাদিক জীবন শুরু জুনিয়র রিপোর্টার হিসেবে। দীর্ঘদিন পেশাদার সাংবাদিক হিসাবে অনেক গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে আসছেন।
তিনি বর্তমানে স্থানীয় এবং জাতীয় পত্রিকার সাথে সম্পৃক্ত আছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি অসংখ্য সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
তিনি শিক্ষক: ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা।
প্রতিষ্ঠাতা পরিচালক:দারুসসুন্নাত হোসাইনিয়া দ্বীনিয়া মাদ্রাসা। চেয়ারম্যান:হুব্বাতুল মুহালাফাহ। লেখক ও গবেষক:
রূপসাঞ্চল,
বাংলা খবর,
প্রতিদিনের বাংলাদেশ,
স্বাধীন বার্তা,
আলোকিত ভোর,
সার্স দ্যা লক্ষ্মীপুর,
বরিশাল খবর,
সাংবাদিক আবুল কাশেম একজন প্রতিবাদী সাংবাদিক। অন্যায়ের কাছে কোনদিন মাথানত করেন নি। সাংবাদিকতা পেশায় তিনি আপোষ বা দালালী কিংবা লেজুড়ভিত্তি পছন্দ করেন না। সর্বমহলে আবুল কাশেম এক পরিচিত সাংবাদিক।
0 মন্তব্যসমূহ