মানব কুলে জন্ম নিয়েছি বলে-মৃত্যুর অপেক্ষায় বেচে আছি।
আর কল্পনারর সাগরে বাসতেছি।
আলহামদুলিল্লাহ আজ আমার জন্মদিন
কালের অথৈ গহ্ববরে নিমজ্জিত হওয়া বেশ কয়েক বছর
আগের এমনি একটি দিনে আমি পৃথিবীর
আলো বাতাস প্রথম স্পর্শ করি। নিশ্চয় সেই
দিনের জন্ম
ক্ষণে আমি গলা ফাটিয়ে কান্না করেছিলাম আর আমার জন্মদাত্রী-জন্মদাতা দ্বয় আমার
কান্নাকে উপেক্ষা করে হাসি মুখে পরমানন্দে
ভবিষ্যত লক্ষ্য নির্ধারণে ছিলেন অতি ব্যস্ত।
আমার মুখে কান্না ছাড়া আর কোন
ভাষা ছিলোনা। ছলছল চোখে হয়ত দেখেছিলাম
চারপাশটাকে আর অবাক দৃষ্টিতে সব কিছু পরখ করতে করতে আবার হয়ত কান্না, কান্নাই
যে তখন একমাত্র ভাষা। আমার বাবা-মা আমার
কান্নাকে হয়ত আমার ক্ষুধার্তের সংকেত
হিসেবে ধরে নিয়েছিলো
আমি নিজেও এ বিষয়ে অবহিত
যে জগতের লক্ষ কোটি মানুষের এই পথচলায় আমার অতি ক্ষুদ্র আমিটির
পৃথিবীতে আগামন বা প্রস্থানে
কোন ভাবেই আলাদা কোন গুরুত্ব বহন করে না!
তবুও জানতে ইচ্ছে করে ......
আমার দাঁরা সত্যি কি কোন কাজ হয়েছে কারো?
যেদিন যে লগনে বিতাড়িত হবে দেহের বাতি তখন থাকবেনা কোন সাধ।যারা ছিল পথচলার সাথী তারাই আজ অচেনা পথিক।তবে জানেন আজ আমি অনেক সুখি-আমার অনেক গুলো ভাই আছে যারা আপন ভাইয়ের মত।
আমার জন্মদিনে শুভকামনা ও দোয়ার জন্যে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । পরম করুণাময় আল্লাহতায়ালা একটা চমৎকার পরিবার ও বন্ধুবান্ধব দিয়ে এই বান্দাকে ধন্য করেছেন । মনে হয় স্নেহ-প্রেম-ভালোবাসার এক মহাসাগরে ডুবে রয়েছি ।
0 মন্তব্যসমূহ