জালিস মাহমুদ, পিরোজপুরঃ বেসরকারি উন্নয়ন সংস্থা রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুরে শীতার্থ অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে পিরোজপুর পুরাতন ডিসি অফিসে অবস্থিত বিশ্বিবিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জিপি সৈয়দ সাব্বির আহমেদ, বিশিষ্ঠ সমাজ সেবক জোবায়ের আল মামুন, পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ, নারীনেত্রী দ্বীপশিক্ষা দাস, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি শিকদার চাঁন, শিক্ষক মাকুল খানম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দিশারী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক আঃ আলিম।
অনুষ্ঠান শেষে শীতার্থ অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়।
0 মন্তব্যসমূহ