জালিস মাহমুদ, পিরোজপুর প্রতিনিধিঃ
প্রশাসনিক কাজে অধিকতর গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার পিরোজপুর জেলা প্রশাসনে কর্মরত সকলের জন্য নির্দিষ্ট নাম্বারের কর্পোরেশন সিম এবং অফিসের জন্য আইপি ফোন স্থাপন সংক্রান্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পিরোজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
জানা যায়,২০২১ সালের প্রথম দিন থেকে জেলা প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই নির্দিষ্ট নাম্বারের কর্পোরেট সিম ব্যবহার করা বাধ্যতামূলক।
এই কর্পোরেশন সিম ব্যবহারের ফলে একদিকে সেবা সহজিকরণসহ প্রশাসনিক কাজের গতিশীলতা ও কাজের মান বৃদ্ধি পাবে, পাশাপাশি আইপি ফোন ব্যবহার ডিজিটাল বাংলাদেশের একটি সুফল হিসেবেই জনসেবায় জেলা প্রশাসন কাজ করার সুযোগ আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
0 মন্তব্যসমূহ