Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় এমপি সালাম মূর্শেদীর পল্লী বিদ্যুতের নব নির্মিত জোনাল অফিস কমপ্লেক্স উদ্বোধন



মোঃনাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ 
রূপসা তেরখাদা দিঘলিয়ার উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার সুপার সিলেকশনে জনগনের প্রতক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা আব্দুস সালাম মুর্শেদী আজ ২৯ শে ডিশেম্বর মঙ্গলবার  সকালে রূপসায় সেনের বাজারে পল্লী বিদ্যুতের নব নির্মিত জোনাল অফিস কমপ্লেক্সের উদ্বোধন করেন। 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তৃতায় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের জন্ম হতো না। তিনি স্বপ্ন দেখেছিলেন একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার। যেখানে মানুষ ক্ষুধা দারিদ্র, নির্যাতন, নীপিড়ন মুক্ত হয়ে বসবাস করবে। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র নায়কের স্বপ্ন দেখেন না, তিনি পিতার দেখা স্বপ্ন এ দেশের জনগনকে সাথে নিয়ে বাস্তবায়ন করে চলেছেন। তিনি আর বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় নয় কাজে বিশ্বাসী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহম্মেদ, পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী আজিজুস সালাম, রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, খুলনা জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারাফাত হোসেন মুক্তি। বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ ফ ম আ: সালাম, আইযুব মল্লিক বাবু, আরিফুর রহমান মোল্লা, জাহাঙ্গীর হোসেন মুকুল, ইমদাদুল ইসলাম, মোতালেব হোসেন, এবিএম কামরুজ্জামান, এস এম হাবীব, মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান লিটন, শেখ মো: মারুফ, তাহিদুল ইসলাম মোল্লা প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big