ময়মনসিংহ প্রতিনিধি,জাকির মোল্লাঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে রামগোবিন্দপুর গ্রামে বাড়ি দিলনের। পিতা মৃত আঃ গনি মাতাঃ মোছাঃ মোনোয়ারা খাতুন। দিলন এর তিন ভাই বোন বড় ভাই সুজন (২৮)প্রতিবন্ধী কোনো সরকারি সুবিধা পাই নাই। ছোটো বোন মিলন (১৮) বিয়ে হয় গেছে। দিলনদের কোনো বাড়ি ঘর জায়গা জমি কোনো কিছু নাই। দিলন এর মা দিলনের বাবার খুনের মামলায় জড়িত হয় তারা মা জেল কেটেছে আনুমানিক ১৭ বছর এর মত জেল কেটে বের হয়ছে। গত ৪ মাস আগে দিলন এর মা জেল থেকে বের হয় । কিন্তুু তারা মা যে সময় জেলে যাই কিছু বুঝে না ছোটা।দিলন ও খুব আশায় ছিলো জেল থেকে বের হলে তারা মাকে নিয়ে থাকবে। দুঃখের বিষয় তার মা জেল থেকে বের হয়ে। জানতে পারে দিলন প্রতিবন্ধী সরকারি সুবিধা পাই এ সুযোগে ওর মা এসে ওকে বুঝিয়ে বাজে মিল দিয়ে কিছু টাকা ছিলো সব আত্মসাৎ করে নেয় তার মা । কিছু দিন পর দিলনের খালার বাড়িতে চলে যায় দিলন এর মা । তার খালা তার মা কে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। দিলন ১ বছর আগে ময়মনসিংহ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভতি ছিলো প্রসাব এর স্থান পচন ধরে যায়। তার খরচ এলাকার মানুষ ও বিদেশে থাকে এক প্রবাসী এরশাদ তার খরচ বহন করে। সে অনেক দিন সুস্থ ছিল। কিন্তু তার মার বিয়ে হয়ে যাওয়াতে চিন্তা করে এরপর থেকেই তার অবস্থা খুবই খারাপ ওইখানে প্রসাব পায়খানা সবকিছু করে। বর্তমান অবস্থায় তাকে চিকিৎসা করতে হলে অনেক টাকার প্রয়োজন কিন্তু সব টাকা জোগাড় করা সম্ভব না তারপরেও এলাকাবাসীর চেষ্টা করছে থাকে বাঁচানোর জন্য।
0 মন্তব্যসমূহ