লাইফ কেয়ার (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ভাগা (ব্রাক অফিস মোড়), রামপাল, বাগেরহাট এর নিম্নবর্ণিত অস্থায়ী পদসমূহ পুরনের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
পদের নাম
১। আবাসিক মেডিকেল অফিসার
যোগ্যতা: এমবিবিএস পাশ। বিএমডিসি রেজিস্ট্রেশন সনদ থাকতে হবে।
পদসংখ্যা: ২ জন নারী/পুরুষ
২। ল্যাব টেকনোলোজিষ্ট
যোগ্যতা: কাজের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলোজি পাশ।
পদসংখ্যা: ১ জন নারী/পুরুষ
৩। ল্যাব এসিস্ট্যান্ট
যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলোজি পাশ।
পদসংখ্যা: ১ জন নারী/পুরুষ
৪। ম্যানেজার
যোগ্যতা: স্নাতক/সমমান। সংশ্লিষ্ট পদে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদসংখ্যা: ১ জন পুরুষ
৫। রিসিপশনিষ্ট
যোগ্যতা: এইচ এস সি/সমমান। সংশ্লিষ্ট পদে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদসংখ্যা: ২ জন নারী
৬। সিনিয়র স্টাফ নার্স
যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদসংখ্যা: ৪ জন নারী
৭।ও টি এসিস্ট্যান্ট
যোগ্যতা: এস এস সি/সমমান। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদসংখ্যা: ১ জন পুরুষ
৮। হিসাব রক্ষক
যোগ্যতা: স্নাতক/সমমান। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদসংখ্যা: ১ জন নারী/পুরুষ
৯। মার্কেটিং অফিসার
যোগ্যতা: এইচ এস সি/সমমান। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদসংখ্যা: ২ জন পুরুষ
১০। আয়া
যোগ্যতা:
অষ্টম শ্রেণী পাশ। অভিজ্ঞদের শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
পদসংখ্যা: ২ জন নারী
১১। পরিচছন্নতা কর্মী
যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ। অভিজ্ঞদের শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
পদসংখ্যা: ২ জন নারী/পুরুষ
১২। দারোয়ান
যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ। অভিজ্ঞদের শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
পদসংখ্যা: ২ জন পুরুষ
বি.দ্রঃ উপরোক্ত সকল পদের জন্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষ।
প্রার্থীদের বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে।
শর্তাবলীঃ ১। আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বরসহ পূর্ণ বায়োডাটা, জাতীয় পরিচয় পত্র, সকল শিক্ষাগত সনদ ও অভিজ্ঞতা সনদের ফটোকপি সহ 'ব্যবস্থাপনা পরিচালক' বরাবর আবেদনপত্র আগামী ০৫/০৫/২০২৪ইং তরিখের মধ্যে হাসপাতাল কার্যালয়ে পৌছাতে হবে। নির্বাচনী পরীক্ষা/ভাইভা এর সময় পরবর্তিতে জানিয়ে দেওয়া হবে।
যোগাযোগঃ
লাইফ কেয়ার (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ভাগা (ব্রাক অফিস মোড়), রামপাল, বাগেরহাট।
মোবাঃ নং-০১৭১৭৯৯৪৫৮৯, ০১৯০৩৮৯০৪১০
ইমেইলঃ lifecarehospitalrampal2023@gmail.com
0 মন্তব্যসমূহ