Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে সবজি বিক্রয় কার্যক্রমের উদ্বোধন



নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে বিভিন্ন প্রকার সবজি বিক্রয় কার্যক্রমের শুরু করেছে মানব সেবা সংগঠন নামের একটি সামাজিক সংগঠন। সংগঠনটির একঝাক তরুণ সদস্য ভোরে পাইকারি কাঁচা বাজারের আড়ৎ থেকে কাঁচা মাল ক্রয়করে একই দামে স্বল্প ও নিন্ম আয়ের মানুষের মাঝে বিক্রয় করছে সংগঠনটি। ১৬ মার্চ শনিবার সকাল ৮টায় কুয়েট পকেটগেটস্থ খানাবাড়ী নারিকেলতলা এ কার্যক্রমের উদ্বোধন  করেন সংগঠনটির সভাপতি মো. পারভেজ আলম ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান। ন্যায্যমূল্যের সবজি বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনটির নেতৃৃবৃন্দ বলেন, আমাদের দেশের এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী পবিত্র রমজান মাস আসলেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়ে দেশের নিন্ম আয়ের মানুষদেরকে চরম কষ্টের মধ্যে ফেলে দেয়। মানব সেবা সংগঠনটির একঝাক তরুণ সদস্য  স্বেচ্ছায় শ্রম দিয়ে নিন্ম আয়ের দরিদ্র বিভিন্ শ্রেনী পেশার মানুষের হাতে বাজারের তুলানায় অনেক কম ন্যায্যমূল্যে পণ্য তুলে দিচ্ছে। নেতৃবৃন্দ বলেন নিজেদের অবস্থান থেকে স্বল্পমূলে পণ্য সামগ্রী তুলে দিতে পেরে ক্রেতাদের মুখের হাসি বলে দেয় তারা খুশি এবং এমন উদ্যোগকে তারা সাধুবাদ  জানিয়েছে। উদ্বোধনী দিনে ব্যপোক সাড়া পড়ায় ঈদের আগ পর্যন্ত প্রতি শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ সময় মো. স¤্রাট কাজী, মো. শাহরিয়ার খান, মো. সবুজ কাজী, বেগ শিবলী, মো. শফিউদ্দিন শফি, মো. রাজু শেখ, মো. মেহেদী হাসান, মো. হাবিবুর রহমান, এস এম শফিকুল ইসলাম রানা, এনামুল হাসান, এস এম মাহমুদুন নব্বী, মো. বাহারুল ইসলাম, মো. আব্দুল আলিম,শেখ হোহেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। এই কার্যক্রমের স্বেচ্ছায় শ্রম দেওয়া সকল সদস্যই কুয়েটের কর্মচারীবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big