পিরোজপুর জেলা প্রতিনিধি: গত ৮ ই মার্চ পিরোজপুরে পাড়েরহাট সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত সাত পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়। রবিবার (১৭ মার্চ) স্থানীয় এক মিলনায়তনে জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সহকারি সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, পৌর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ওহিদুল ইসলাম মায়াজ , পৌর সেক্রেটারি ইসাহাক আলী খান, সদর উপজেলা সেক্রেটারি রাকিবুল হাসান, সাবেক জেলা সভাপতি আল-আমিন শেখ সহ অনান্য নেতৃবৃন্দ।
প্রত্যেক পরিবারের কাছে গিয়ে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক টাকা প্রদান করেন।
0 মন্তব্যসমূহ