নিজস্ব প্রতিবেদক ঃ খানজাহান আলী থানার শিরোমণি বাজার বণিক সমিতির সহ প্রচার সম্পাদক মোঃ আরিফ হোসেন এর পিতা মোঃ আলী আকসার শহীদ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মার্চ দিবাগত রাত দেড়টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার জোহরবাদ শিরোমনি শহীদ মিনার চত্বরে জানাজা শেষে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন, শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি শেখ আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক,বীর মুক্তিযোদ্ধা স, ম, রেজওয়ান আলী, শিরোমণি বৈশাখী সুপার মার্কেটের স্বত্বাধিকারী শেখ ইবাদত হোসেন, শেখ জাকির হোসেন, ইউপি সদস্য আলহাজ্ব শেখ আল আমিন, ইউপি সদস্য মোঃ বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য মোল্লা সোহরাব হোসেন, মাওলানা আতাউর রহমান, মোহাম্মদ জালাল উদ্দিন, নুর ইসলাম নুরু, মোল্লা রনি, শেখ রবিউল ইসলাম, মোঃ শাহিন, মুহাম্মদ দ্বীন ইসলাম, শেখ মনসুর আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
0 মন্তব্যসমূহ