নিজস্ব প্রতিবেদক ঃ ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন এর দামোদার কারিগার পাড়ার আব্দুল লতিফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ অভিভাবক সদস্য পদের নির্বাচন গতকাল সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সম্মিলিত প্যানেল জয় লাভ করে। সম্মিলিত প্যানেলের সদস্যরা হলেন, মোঃ এজাহার মোড়ল,মোঃ মহাসিন বিশ্বাস, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আনিসুর রহমান রনি ও তাহেরা বেগম। নির্বাচনে মোট ৩৯৮ জন ভোটারের মধ্যে ২৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ফুলতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। নির্বাচিতদের অভিনন্দন জানান ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
0 মন্তব্যসমূহ