আমি থাকি বা না থাকি
বসন্ত তো আসবেই।
আমি দেখি বা না দেখি
ফুলেরা তো ফুটবেই।
আমি শুনি বা না শুনি
পাখিরা তো গাইবেই।
তুমি মনে রাখো বা না রাখো
আমি তো মনে রাখবো ই।
তুমি ভালোবাসো বা না বাসো
আমি তো ভালোবাসবোই।
মনেরো মাঝারে তোমাকে বসিয়ে
তোমারি ছবি আঁকবোই।
আমি থাকি বা না থাকি
বসন্ত তো আসবেই।
তুমি ভালোবাসো বা নাবাসো
আমি তো ভালোবাসবোই।
0 মন্তব্যসমূহ