Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পিরোজপুরে প্রতিপক্ষের সাবেক চেয়ারম্যান নিহত




পিরোজপুর জেলা প্রতিনিধি :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ৪ নং আটঘর কুড়িয়ানায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আ'লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক শেখর কুমার সিকদার(৫০) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহতের পরিবারের দাবি বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার ও তার লোকজন এ হামলা চালিয়েছেন। তবে চেয়ারম্যান বলছেন পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির সময় ‘উত্তেজিত হয়ে বা অন্য কোনো কারণে’ তিনি মারা গেছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ৪ নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নের কুড়িয়ানা বাজারে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
নিহত শেখর কুমার সিকদার পিরোজপুরে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ৪ নং আটঘর কুড়িয়ানায় ইউনিয়নের  কুড়িয়ানা গ্রামের সুপ্রসন্ন সিকদারের ছেলে।
শেখরের ছোট ভাই শংকর কুমার সিকদার অভিযোগ করে বলেন, “কুড়িয়ানার একটি প্রাইমারি স্কুলে ক্রীড়ানুষ্ঠানের দাওয়াত কার্ডে বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের নাম লেখা হয়নি।
এ কারণে ক্ষিপ্ত হয়ে মিঠুন হালদারসহ তার বাহিনী কুড়িয়ানা বাজারে বসে আমার ভাইকে নির্মমভাবে পিটিয়েছে। তাদের পিটুনিতে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, "ওই ইউনিয়নের কয়েকটি স্কুল কমিটির নির্বাচন হয়েছে। ওইসব নির্বাচনে মিঠুন চেয়ারম্যান বা তার কোনো অনুগত লোক নির্বাচিত হয়নি। এই নিয়ে তার ক্ষোভ ছিল।"
মঙ্গলবার সাবেক চেয়ারম্যান কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার, তার অনুগত শংকর হালদার, মনি হালদার, পংকজ, সন্তোষ অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে পিছন থেকে শংকরের ইটের আঘাতে শেখর হালদার মাটিতে লুটিয়ে পড়েন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. শাহিন আহমেদ জানান, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ বলা যাবে।”
হামলার অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার মোবাইলে জানান, "তিনি শেখর কুমার সিকদারের কাছে পাঁচ লাখ টাকা পেতেন। মঙ্গলবার সকালে কুড়িয়ানা বাজারে বসে সেই টাকা চাইছিলাম। এতে একটু কথা কাটাকাটি হয়েছিল। সেখানে শেখর কুমার উত্তেজিত হয়ে হয়তো বা অন্য কোনো কারণে মারা যেতে পারেন।”
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, “প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big