মোঃ মাজাহারুল ইসলাম মিথুন:
পাইকগাছায় তীব্র শীতের তীব্রতা অসহায় দুস্থ নিম্ন আয়ের মানুষকে বেশি কাবু করছে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের একটু উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের কয়েকটি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতাপুরের জেলে পল্লী, আশেপাশের
দুস্থ ও অসহায় ১২০ টি পরিবার মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন বলেন, এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এই উপহার জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন মহোদয়ের নির্দেশনা মোতাবেক আপনাদের পাশে দাঁড়াতে এই উপহার প্রদান করছি। এ সময় তিনি সরকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিত্তবানদেরও
সহমর্মিতার হাত বাড়িয়ে এসকল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানান। উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময়ে উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ