কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
খুলনা মংলা মহাসড়কের ফয়লা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত নয়টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা পুলিশ ও রামপাল ফায়ার সার্ভিস কর্মীরাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রাত ৯ টার দিকে ফয়লা বাজার বাস স্ট্যান্ডের কাছেই দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগে যায়। বিষয়টি দেখে স্থানীয়রা আগুন নেভাতে ছুটে যান। খবর পেয়ে রামপাল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের সবগুলো সিট পুড়ে এবং গ্লাস গুলো ভেঙে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত তা কেউ বলতে পারেনাই। এটি নাশকতা নাকি দূর্ঘটনা সে বিষয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ অনুসন্ধান করবে বলে জানিয়েছে তারা।
ঘটনার বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান- ফয়লা বাজার বাসস্ট্যান্ডের কাছে হঠাৎ একটি বাসে আগুন ধরে যায়। স্থানীয়রা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ফয়লা বাজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারা কী উদ্দেশ্যে বাসে আগুন ধরিয়েছে সে বিষয়ে জানতে কাজ করছে পুলিশ।
0 মন্তব্যসমূহ