নিজস্ব প্রতিবেদক
জেল হত্যা দিবস উপলক্ষে খানজাহান আলী থানা আওয়ামী লীগ ও কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ৩ নভেম্বর সন্ধ্যায় ফুল বাড়ীগেট আওয়ামী লীগ কার্যালয়ে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। খান জাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলি। সভায় বক্তৃতা করেন শেখ কামাল আহমেদ, মোহাম্মদ সেলিম রেজা, মোঃ শাকিল আহমেদ, মোহাম্মদ শাহজাহান হাওলাদার, মোঃ ফয়সাল আহমেদ,মোঃ কামরুল ইসলাম, ওলিয়ার রহমান রাজু, প্রমুখ সময় নেতৃবৃন্দ বলেন, জেলখানায় জাতীয় চার নেতা কে হত্যা ছিল পূর্ব পরিকল্পিত। এ হত্যাকাণ্ডের জন্য আগে থেকেই একটি ঘাতক দল গঠন করা হয়। খন্দকার মোস্তাক আহমদ এবং বঙ্গবন্ধুর খুনিরা এ পরিকল্পনা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ৭৫ - ১৫ আগস্ট সপরিবারে হত্যার পরপরই জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনাটি এমনভাবে নেয়া হয়েছিল পাল্টা অভ্যুত্থান ঘটার সাথে সাথে যাতে আপনাআপনি এটি কার্যকর হয়। আর এ কাজের জন্য পাঁচ সদস্যবিষ্ট একটি ঘাতক দলও গঠন করা হয়। এই ঘাতক দলের প্রতি নির্দেশ ছিল পাল্টা অভ্যুত্থান গডার সাথে সাথে কোন নির্দেশের অপেক্ষায় না থেকে কেন্দ্রীয় কারাগারে গিয়ে তারা জাতীয় চার নেতাকে হত্যা করবে।
0 মন্তব্যসমূহ