সনত চক্রবর্ত্তী: ফরিদপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাডঃ জামাল হোসেন মিয়া নগরকান্দা ও সালথা উপজেলায় গণসংযোগ করেন।
শুক্রবার (৩ নভেম্বর) বিকাল গাড়ি বহর করে শত শত নেতাকর্মী নিয়ে সালথা উপজেলার কাগদী মাফুজ মেম্বারের বাড়িতে গণসংযোগ করেন। পরে সন্ধ্যায় নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের কুমারদিয়া গ্রামের ছিরু মেম্বারের বাড়িতে গণসংযোগ করেন।
গণসংযোগে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মান্নান মিয়া, সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান লেবু মোল্লা, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ, পৌর যুবলীগ নেতা ফরিদ মাতুব্বর,সাবেক ছাত্র লীগের সভাপতি আলামিন, সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক কামরান,প্রমুখ।
গণসংযোগের সময় এ্যাডঃ জামাল হোসেন মিয়া বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকার মনোনয়ন দেয় তাহলে আমি আপনাদের সাথে নিয়ে নির্বাচন করবো, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় মালা উপহার দিব।নৌকা মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা,নৌকা এদের উন্নয়নের রুপরেখার নৌকা তাই সবাইকে নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে আহবান জানান।
0 মন্তব্যসমূহ