Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মোংলায় গণধর্ষণের পলাতক আসামি রফিকুলকে গ্রেফতার করেছে র‌্যাব।




কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ 

মোংলায় গৃহবধূ গণধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ মামলার অন্যতম পলাতক আসামি রফিকুল ইসলাম (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরী থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১১ নভেম্বর) বিকেলে খুলনা র‌্যাব -৬ এর মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত রফিকুল মোংলা পৌর শহরের মোর্শেদ সড়কের আব্দুল মান্নান মাস্টারের ছেলে। 

মিডিয়া সেলের পক্ষ থেকে আরও জানানো হয় যে, গত ২৮ জুন দিবাগত রাতে ধর্ষণের শিকার মহিলা বাসায় সেলাইয়ের কাজ করছিল। ‌হঠাৎ রফিকুল ও তার কয়েকজন সহযোগী বাসায় প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগে আসামিরা তাকে মারপিট করে পাশের রুমে নিয়ে গণধর্ষণ এবং মোবাইলে ভিডিও ধারণ করে। ধর্ষণের বিষয়টি কাউকে জানাইলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়ার হুমকি দেয় তারা।

র‌্যাব আরো জানায়, আসামিদের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহয়তায় শুক্রবার রাতে চট্টগ্রামের কসাই গলি এলাকা থেকে রফিকুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গণধর্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে রফিকুল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big