Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ডুমুরিয়ায় বিদ্যালয়ের পাশে অবৈধ ভাটার নিউজ করায় সাংবাদিককে হত্যার হুমকি



নিজস্ব প্রতিবেদক
ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বিকেএমএস ম্যাধ্যমিক বিদ্যালয়ের মাত্র ১ শ মিটার পাসে চলছে মেসার্স সরদার ব্রিকস, সংক্ষেপে এমএসবি ভাটা।
বিদ্যালয়টির সব থেকে নিকটে এই ভাটাটি থাকায় এটি নিয়ে সংবাদ প্রকাশিত করে সাংবাদিক গাজী মাসুম।
নিউজ প্রকাশিত হওয়ার পরে এমএসবি ভাটার মালিক পুস্পক সরদার উত্তেজিত হয়ে সাংবাদিক মাসুমের নামে বিভিন্ন মহলে অপপ্রচার চালায়। একই সাথে তার ব্যাক্তিগত ড্রাইভার মনির মোড়লকে দিয়ে ফোন দিয়ে হত্যার হুমকি দেয়।
সাংবাদিক মাসুম সেই ফোন কল রেকর্ড করে ডুমুরিয়া থানায় পুস্পক সরদার ও মনির মোড়ল এর নামে লিখিত অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে সাংবাদিক গাজী মাসুম বলেন, একটি বিদ্যালয়ের এত নিকটে ভাটা চলতে সরকার অনুমতি দিতে পারে বলে বিশ^াস হয়না। সেই বিশ^াসে পরিবেশ উপ-মন্ত্রী হাবিবুন নাহার এম. পি, পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক মোঃ ইকবাল হোসেন, ডুমুরিয়া উপজেলা নির্বার্হী কর্মকর্তা শরিফ আসিফ রহমান, আটলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুল হালিম মুন্না সহ এলাকাবাসি ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে একটি সংবাদ তৈরি করি।
সর্বশেষ ভাটার মালিক পুস্পক সরদারে বক্তব্য নেওয়ার জন্য তার ভাটায় গেলে, সে বিভিন্ন অবেগের গল্প দিতে থাকে। পরিবেশের ছাড়পত্র নবায়ন না হওয়ায় সে মোড় ঘুরাতে থাকে। ছাড়পত্র দেখতে চাইলে বলে, সেটা বাসায় আছে সকালে এসো। সকালে গেলে বলে বাড়ি থেকে আনতে ভুলে গিছি একটু পরে বাড়ি যেয়ে তোমার হটসএপএ দিবো।
কয়েক ঘন্টা পরে তাকে ফোন দিলে সে বলে, তুমি যা পারো করো। যে কয়দিন পারি ভাটা চালাতে লাগি, এবার মাটিও কম তুলিছি।
এরপর সংবাদ প্রকাশের আগে রাত ৯টার দিকে পুস্পক ঐ এলাকার ৭-৮ জন লোক সাংবাদিক মাসুমের বাড়ি পাঠায় নিউজ বন্ধ করার জন্য।
তারা যেয়ে টাকার অফার দেন সাংবাদিক মাসুমকে, কিন্তু তাতে রাজি না হয়ে তাদের সাথে ভালো ব্যাবহার করে বাড়ি থেকে বিদায় দেন। তার সকল ভিডিও ফুটেজ রয়েছে।
এরপর গত ২৩ নভেম্বর বৃহস্পতিবার খুলনা থেকে প্রকাশিত দৈনিক রাজপথের দাবী পত্রিকার প্রথম পাতায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। এতে তেলে বেগুনে জ¦লে এমএসবি ভাটার মালিক পুস্পক সরদার তার ব্যাক্তিগত ড্রাইভার মনির মোড়লকে দিয়ে ফোন দিয়ে সাংবাদিক গাজী মাসুমকে হত্যার হুমকি দেয়।
সাংবাদিক মাসুম সেই ফোন কল রেকর্ড করে ডুমুরিয়া থানায় পুস্পক সরদার ও মনির মোড়ল এর নামে লিখিত অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big