পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় পার্টির, পিরোজপুর জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর (শনিবার)
পিরোজপুর জেলা জাতীয় পার্টির নতুন কার্যালয়ে এ কর্মী সভা আয়োজন করা হয়।
এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জননেতা এডভোকেট মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক মো. শরীফ হাবিবুর রহমান, অধ্যাপক মো. জুলফিকার শরীফ, মো. নুরুজ্জামান লিটন, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা মো. তৌনিকুল হক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম বাদশা ও সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক মো. রফিকুল ইসলাম সেলিম।
আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব আবুল কালাম সিকদার, জাতীয় পার্টির জেলা শাখার অন্যতম নেতা সোহেল বিল্লাহ কাজল, নাগরিক কেন্দ্রের সভাপতি ও জাতীয় পার্টির নেতা মো. ইলিয়াস হোসেন মাঝি, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. ফাইজুল হক কাজল, তরুন পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদার, সদর উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক আব্দুল কাইয়ুম শেখ, পৌর জাতীয় যুব সংহতির আহবায়ক রাসেল হাসান মল্লিক, সদস্য সচিব মেহেদী হাসান, জেলা শ্রমিক পার্টির সভাপতি ওমর ফারুক নান্না, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সরদার।
এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার বিভিন্ন ইউনিটের জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে এককভাবে ক্ষমতায় নিতে হলে নিজেদের মধ্যে সকল দ্বন্দ্ব নিরসন করে আলোচনার মাধ্যমে তৃণমূল থেকে জেলা পর্যন্ত পরিশ্রমী ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের উপর জোর দেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির জন্য কাজ করার আহ্বান জানান।
এছাড়াও উক্ত কর্মীসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর সদর আসনে একক বা মহাজোট যে আঙ্গিকেই নির্বাচন হোক না কেন সেক্ষেত্রে পিরোজপুরের কৃতী সন্তান, পরিছন্ন রাজনীতিবিদ ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জননেতা এডভোকেট নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।
0 মন্তব্যসমূহ