নিজস্ব প্রতিবেদক ঃ খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের গিলাতলা দক্ষিনপাড়া গ্রামের ভ্যান—চালক সবুজ কুড়িয়ে পাওয়া ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ফিরিয়ে দিলেন।জানা যায়, রুপসা থানার কাজদিয়া গ্রামের আলি আজগার এর পুত্র ব্যবসায়ি তাইজুল ইসলাম ব্যবসায়িক কাজে গতকাল দুপুড়ে আড়ংঘাটা আসেন, খুলনা বাইপাস সড়কের মোস্তর মোড় এলাকায় আসলে অসাবধানবশত ভিভো অ্যান্ড্রয়েড মোবাইলটি পড়ে যায় পকেট থেকে ঐ দিন চলাচলকারি গিলাতলা গ্রামের ভ্যান—চালক সবুজ রাস্তারপাশে মোবাইল কুড়িয়ে পান। সবুজ মোবাইল এর প্রকৃত মালিক না পেয়ে খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক এর কাছে মোবাইলটি জমা দেন। সাংবাদিক তারেক ব্যবসায়ি তাইজুল ইসলাম এর সাথে যোগাযোগ করে বুধবার সন্ধায় তাইজুল ইসলাম এর মোবাইলটি তার কাছে বুঝে দেন।
0 মন্তব্যসমূহ