Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সফিকুর রহমান পলাশের মানবিকতার একটি সত্য ঘটনা



আজ আপনাদের একটি সত্য ঘটনা বলি।
একদিন পলাশ ভাইকে
 Md Tawhid  দুবাই প্রবাসী তাওহীদ ভাইকে দিয়ে মিথ্যা বলিয়েছিলাম।---

আনুমানিক তিন চার মাস আগের কথা আমার ফেসবুক মেসেঞ্জারে অপরিচিত একটি আইডি থেকে কল আসলো কিন্তু ফোনটা তখন আমার কাছে ছিল না কিছুক্ষণ পরে দেখলাম আমার ফোনে অপরিচিত একটি ফেসবুক আইডি থেকে তিন-চারটি কল এসেছে। যেহেতু আইডিতে দুবাই লেখা ছিল আমি মনে করলাম হয়তো আমার কোন পরিচিত কেউ দুবাই থেকে কল করেছে। যদিও প্রোফাইলের ছবিটা দেখে চিনলাম না তারপরেও কল দিলাম। কল রিসিভ করা ব্যক্তি কাঁপা কাঁপা গলায় আমাকে বলল যে ভাই আমি দুবাই থেকে বলছি আমার বাড়ি নড়াইল আমি আপনার অপরিচিত আপনি আমাকে চিনবেন না। আমি তাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার। তিনি আমাকে বললেন ভাই আমি ফেসবুকে খুলনা লিখে সার্চ দিচ্ছিলাম অনেক আইডির ভেতর আপনার আইডিটাও সামনে আসলো তাই আপনাকে আমি কল দিলাম। আমি আরো দুই তিন জনকে কল দিচ্ছিলাম কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। আপনিই আমাকে ফোন দিলেন ভাই। আমি খুব বিপদে পড়েছি ভাই আমার মা খুলনায় আড়াইশো বেড হাসপাতালে ভর্তি আছে এবং ফ্লোরে বিছানা পেতে শুয়ে আছে। আমার একটি ছোট ভাই আছে যে এখন আমার মায়ের কাছে আছে। কিন্তু সমস্যা হচ্ছে ভাই এই মুহূর্তে আমার মায়ের নাক মুখ থেকে একাধারে ব্লাডিং হচ্ছে এবং তার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না। আমি যে কি করব ভাই আমি কিছুই বুঝতে পারতেছি না।আপনার বাড়ি তো খুলনাতে। ভাই আপনি কি কিছু করতে পারবেন। আপনি আমার মায়ের কাছে একটু যাবেন। তার অনুভূতিটা আমি বুঝতে পারলাম বিদেশে থাকা অবস্থায় একটা ছেলে তার মায়ের অসুস্থতার কথা শুনে কিভাবে ছটফট করে সেটা অনুভব করলাম। আমি তাকে বললাম ভাই আমি আপনার কি করে উপকার করবো আমি তো ঢাকাতে। মনে হলো তার মনটা ভেঙে গেল। কিন্তু পরক্ষণে তাকে আমি আশ্বস্ত করলাম এবং বললাম আপনার এই সমস্যা সমাধানের একটা চেষ্টা করতে পারি আল্লাহ ভরসা।
আর বললাম আমি আপনাকে একটা ফোন নাম্বার দিচ্ছি তাকে ফোন দিবেন আমি যে আপনাকে নাম্বারটা দিছি তাকে বলবেন না। আপনি বলবেন নড়াইল থেকে একজন আপনাকে নাম্বারটা দিয়েছে। আমি তখন তাকে বললাম এটা কার নাম্বার জানেন? সে বলল ভাই কার আমি বললাম এটা খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ভাইয়ের নাম্বার। তাকে কল দিয়ে আপনি বিস্তারিতভাবে তাকে বলেন। তিনি নড়াইলের মানুষদেরকে ভালবাসেন। তাদের প্রতি পলাশ ভাইয়ের একটা আলাদা টান আছে। ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হবে।

 (প্রথম লাইনে যে মিথ্যার বিষয়ে লিখেছি এটা হচ্ছে সেই মিথ্যা যে নাম্বারটা আমি দেইনি নড়াইলের একজন দিছে তাকে। কারণ হচ্ছে আমি যদি ভাইকে ফোন দেই আবার ভাই হসপিটালে ফোন দিবে আবার আমি ফোন দিয়ে তার কাছ থেকে তার ভাইয়ের নাম্বার নিতে হবে এতে সময় ক্ষেপণ হবে রোগীর অবস্থা বিবেচনা করে আমি তাকে দিয়ে এই মিথ্যাটা পলাশ ভাইকে বলালাম) 

প্রবাসী ভাই পলাশ ভাইকে কল দিয়ে আমার শিখিয়ে দেওয়া মোতাবেক কথা বললেন। আশ্চর্যজনক বিষয় আমি তো তাকে সরাসরি চিনিই না এবং পলাশ ভাইয়ের ও চেনার প্রশ্ন আসেনা। কিন্তু পলাশ ভাই তার সব কথা শুনে তাৎক্ষণিকভাবে সেখানে লোক পাঠিয়ে সব ধরনের খোঁজখবর নিলেন এবং তার যেন প্রোপার ট্রিটমেন্টটা হয় সে ব্যবস্থা তিনি করলেন। কিছুক্ষণ পরই দুবাই প্রবাসী সেই ভাই আমাকে কল দিয়ে প্রায় কান্না করে দেয়ার মতন অবস্থা। সে আমাকে বলল ভাই আপনি আমার যে উপকার করেছেন তা আমি কোনদিন ভুলতে পারবো না। আমি তাকে বললাম ভাই আমি আপনার কোন উপকার করিনি উপকার যে মানুষটি করেছে তার জন্য আপনি দোয়া করবেন অর্থাৎ পলাশ ভাইয়ের কথা আমি বললাম। তিনি বললেন যে ভাই আমার ছোট ভাই কেবল আমাকে ফোন দিয়ে সবকিছু বললো। আমি ভীষণ খুশি হয়েছি ভাই আমি এখন অনেকটা দুশ্চিন্তা মুক্ত। পাশাপাশি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন। পরবর্তীতে আমি আবার তাকে ফোন দিয়ে তার মায়ের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তিনি সুস্থ আছেন।

শুধু এতটুকু বলতে পারি অচেনা অজানা মানুষের জন্য উপকার করা বা চেষ্টা করা অনেক বড় মনের পরিচয়।
সেই সাথে এটা একটা বড় যোগ্যতা। খুলনা ৪ আসনের সাধারণ জনগণ মনে করে এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় নেতা সফিকুর রহমান পলাশ ভাই নৌকা মার্কার মনোনয়ন পেলে একজন জনপ্রতিনিধির কাছে সাধারণ জনগনের যে প্রত্যাশা থাকে তা এই পরোপকারী মানুষটি পূরণ করার জন্য সবচেয়ে বেশি যোগ্যতা রাখে।

যোগ্য আর যোগ্যতার প্রশ্নে পলাশ ভাই অনেকের চেয়ে অনেক উপরে।
লেখকঃ 
রাহাত খান বাপ্পি 
যুবলীগ কর্মী,খুলনা মহানগর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big