নিজস্ব প্রতিবেদকঃ দিঘলিয়ায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আসন্ন দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নগর যুবলীগ সভাপতি ও সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান পলাশ গত ২১ অক্টোবর
সকাল দশটা থেকে সন্ধ্যা অবধি উপজেলার গাজিরহাট ইউনিয়নের ২৭টি পূজা মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় কলে তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করে অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠায় তারই সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বিষবাষ্প ছড়ায় তারাই হচ্ছে অসুর শক্তি এদের কে বিনাশ করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় তিনি প্রতিটি পূজা মন্দিরের সভাপতি,সাধারণ সম্পাদকের উপস্থিতিতে নিজস্ব অনুদান প্রদান করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু মিনাল কান্তি দে, গাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি অরুণ কুমার বিশ্বাস, দীনেশ বিশ্বাস,রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, আওয়ামী লীগ নেতা আলমগীর মল্লিক, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বিপদ ভঞ্জন অধিকারী, যুবলীগ নেতা নাসির হোসেন সজল, নাজমুল ইসলাম শিমুল,তরিকুল ইসলাম, আমিরুল শিকদার, কোলা শ্রী শ্রী মাতৃ মন্দির সভাপতি দিপংকর বিশ্বাস, কেটলা বিশ্বাস বাড়ি মন্দির সভাপতি প্রদীপ বিশ্বাস, সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, জোসনা মন্দির সভাপতি শিব পদ মৈত্র, সাধারণ সম্পাদক পার্থ অধিকারী, কেটলা ব্রজদাম মন্দির সভাপতি গোবিন্দ রায়,সাধারণ সম্পাদক শ্রীবাস বিশ্বাস,মাঝির হাইস্কুল সার্বজনীন পূজা মন্দির সভাপতি শান্তি রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক অমর অধিকারী, মাঝির হাট মন্দির সভাপতি অরবিন্দ বিশ্বাস, প্রদীপ সরকার,ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, মেহেদী হাসান, মুক্তাজুর ইসলাম সোহাগ,শরিফুল ইসলাম সহ তৃণমূল পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে তিনি রূপসা ও তেরখাদা উপজেলার সাতটি
পূজা মন্দিরে শুভেচ্ছা বিনিময় করেন।
0 মন্তব্যসমূহ