নিজস্ব প্রতিবেদকঃ
খুলনা-৬ আসনের এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন,যে কোন জাতীয় দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সরকার এখন সক্ষমতা অর্জন করেছেন। শুক্রবার আন্তজার্তিক দুযোগ প্রশমন দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি বলেন ,দুর্যোগের পুর্বেই সরকারী ও বে- সরকারি ও গনমাধ্যমে প্রচারিত সতর্কতা মূলক প্রচরণা ও দুর্যোগ পরবর্তীতে ক্ষয় ক্ষতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি,
এনজিও,সিপিপি'র সেচ্ছ্বাসেবক টিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যার ফলে ক্ষয়ক্ষতি কম হয়। নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকান্ডের উদাহরণ তুলে ধরে এমপি বাবু আরোও বলেন,
প্রাকৃতিক দুর্যোগ ও ঝুকি মোকাবেলায় মানুষের জান-মাল রক্ষার্থে সরকার বিভিন্ন স্থানে বিশেষ করে উপকূলীয় এ অঞ্চলে পর্যাপ্ত পরিমান বহুতল সাইক্লোন সেল্টার, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামো নির্মান করেছেন। সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ও পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ এফ এম এ রাজ্জাক। বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট সোসাইটির মোঃ ইলিয়াস,সুশিলনের আরিফুন্নেচ্ছা শীলা,সিপিপি'র নেত্রী শেখ জুলি। এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা ও পৌরসভা সিপিপি'র কর্মীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ