নাহিদ জামানঃ
খুলনায় র্যাব-৬ এর অভিযানে ৩৯৪ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মোহাম্মদ মোশারফ হোসেনের পুত্র মোঃ জিল্লুর রহমান ( ২৯) ।
র্যাব সুত্র জানা যায় ,গত ০২ অক্টোবর সোমবার র্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাতক্ষীরা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে একটি পিকআপ ভ্যান খানজাহান আলী (রূপসা) সেতু টোল প্লাজার দিকে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি রাতে খুলনা জেলার রূপসা থানার খানজাহান আলী (রূপসা) সেতু টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে ৩৯৪ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল ফোন এবং ০১টি পিকআপ সহ মোঃ জিল্লুর রহমান ( ২৯) কে হাতেনাতে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।
0 মন্তব্যসমূহ