Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

নিজ স্ত্রীকে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি ১৯ বছর পর গ্রেপ্তার




নিজস্ব প্রতিবেদকঃ খানজাহান আলী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দির্ঘ ১৯ বছর পর নিজ স্ত্রীকে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিকে আটক করেছে। আটককৃত আসামি খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের পাড়িয়ারডাঙ্গা গ্রামের কাওসার মোল্লার পুত্র  জাহিদ হাসান (৫০) । ১১ সেপ্টেম্বর  সন্ধ্যা থেকে শুরু করে ১৪ ঘন্টার বিশেষ অভিযানে খানজাহান আলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ কুমার দাসের নেতৃত্বে পথের বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই  কামরুল হুদা নাঈম, এস আই আনোয়ার হোসেন, এ এস আই মাসুম  ও সঙ্গীয় ফোর্সসহ ফুলতলা থানাধীন বুড়িয়ারডাঙ্গা এলাকা থেকে আটক করে। আটককৃত আসামি  ১৯৯৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পান, যমুনা সেতু প্রকল্পেও তিনি কাজ করেন,ঢাকা সেনানিবাসে নবম বেঙ্গল রেজিমেন্টে একজন সৈনিক পদে তিনি চাকরি করতেন । স্ত্রীর  সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্যের জের ধরে জাহিদ হাসান দশ দিনের ছুটিতে বাড়ি এসে তার স্ত্রীকে  হত্যা পূর্বক লাশ গুম করার জন্য নদীতে ফেলে দেন, এর পর কর্মস্থলে যোগ না দিয়ে তিনি পলাতক হয়ে যান,এক পর্যায়ে জাহিদ হাসানের স্ত্রীর  মৃতদেহ নদী থেকে উদ্ধার হয় এবং তার শ্বশুরবাড়ির লোকজন জাহিদ হাসানের বিরুদ্ধে যশোর জেলার অভয়নগর থানায় মামলা করেন নম্বর—০৩, তারিখ—০৬.০১.০৪, ধারা—৩০২/২০১ পেনাল কোড। পরবর্তীতে মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে জাহিদ হাসানের যাবজ্জীবন কারাদণ্ড হয়। আসামি  জাহিদ হাসান ভারতে চলে যায়, পরে বাংলাদেশে ফিরে সে চিটাগাং,ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে, প্রায় ১২ বছর পূর্বে  যশোর রাজঘাট মইনুদ্দিনের মেয়ে সুমিকে ২য় বিবাহ করেন, সর্বশেষ সে খুলনায় ফিরে এসে ফুলতলা এলাকায় বেজেরডাঙ্গা নামক একটি গ্রামে ওমর আলীর বাড়িতে ভাড়া থাকতেন, এবং তার নিজের নাম সহ পিতা মাতার নাম পরিবর্তন করে শুধুমাত্র হোসেন নাম ধারণ করে এবং নিজের বেশভূষণের কিছুটা পরিবর্তন এনে নিজেকে আড়াল করার উদ্দেশ্যে মুখে দাড়ি রেখে একটি বেসরকারি প্রতিষ্ঠানে বেশ কিছুদিন যাবত চাকরি করতে থাকে। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন কেএমপির  মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক বিপিএম (বার) পিপিএম স্যার মাদক,অস্ত্র ,সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার,মানুষের জীবনের নিরাপত্তা প্রদান সহ সুন্দর একটি শহর উপহার দেওয়ার লক্ষ্যে যে দিক নির্দেশনা প্রদান করেন তারই ধারাবাহিকতায় খানজাহান আলী থানা পুলিশ উক্ত সাজা প্রাপ্ত আসামিকে গ্রেফতার করে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big