Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

টুঙ্গিপাড়ায় নিয়োগ পরীক্ষার আগেই ঘুষের লেনদেনের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে




এমদাদুল হক, গোপালগঞ্জ প্রতিনিধি 


বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার আগেই ঘুষের লেনদেন অভিযোগ উঠেছে খোদ প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিদের বিরুদ্ধে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার  ডুমুরিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি স্বপন কুমার বিশ্বাস,প্রধান শিক্ষক মনোজ কান্তি মন্ডল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুর রহমানের  বিরুদ্ধে। অভিযোগ উঠেছে এ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থীদের পাশের হারের চেয়েও ফেলের হার অনেক বেশি এবং দেখা গিয়েছে ভাষা শহীদদের স্মরণে বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনার অযত্ন অবহেলায় ভেঙে পড়ে রয়েছে ।

সভাপতি, প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  ২টি পদের বিপরীতে দুইজনের কাছ  থেকে  নিয়োগ পরীক্ষার আগেই ১৪  লক্ষ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। জানা যায়, আগামী ১৪ সেপ্টেম্বর কম্পিউটার ল্যাব অপারেটর ও নৈশ প্রহরী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি প্রকাশের পর স্থানীয়রা চাকুরীর আশায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট যোগাযোগ শুরু করেন। এমনকি চাকুরীর আশায় তারা একেক জন নিজের গোয়ালের গরু,বোরো রোপন অবস্থায় জমি বিক্রিসহ ধার জমা নিয়ে তদবিরের জন্য দৌড়ঝাঁপ শুরু করেন।

অমিত মন্ডলকে নিয়োগ দেওয়ার জন্য নয় লক্ষ টাকার চুক্তি হয়েছে ও ইতিমধ্যে অগ্রিম ২ লক্ষ টাকার নগদ প্রদান করা হয়েছে এবং নৈশ প্রহরি নিয়োগ প্রদানের কথা বলে উৎপল বিশ্বাসের কাছ থেকে সাত লক্ষ টাকার কথা বলে অগ্রিম নগদ দুই লক্ষ টাকা নিয়েছে এমন অভিযোগ করেছেন চাকরি প্রত্যাশীদের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। 

যারা চাকুরীর জন্য টাকা জমা দিয়েছেন,তাদের পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্রও দিয়ে দিবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি মন্ডল ও ম্যানেজিং কমিটির সভাপতি স্বপন কুমার বিশ্বাস। এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

চাকরি প্রত্যাশীর অভিভাবক নগেন্দ্র নাথ বিশ্বাস বলেন, আমার ছেলে একজন প্রার্থী আগামী ১৪ তারিখ আমার ছেলের পরীক্ষা, কিন্তু ১০ লক্ষ টাকা চাইছে আমার কাছে,আমি চার লক্ষ টাকা দেওয়ার শিকার হয়েছিলাম।আমার ছেলে পাশ করলে   স্কুলে সই 
      
 কইরা টাকা দিব , এই কথা সভাপতি স্বপনের সাথে হইছে। পাশের উৎপল বিশ্বাসের সাথে নয় লক্ষ টাকা কন্টাক্ট কইরা নগদ তিন লক্ষ টাকা নিছে এজন্য আমারটা বাদ হয়ে গেছে ও স্কুলের পশ্চিম দ্বারে লব বেপারি  কাছ থেকে ৮ লক্ষ টাকার কন্টাকে দুই লক্ষ টাকা নেছে, তাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে এবং আগামীকাল পরীক্ষা হবে।
চাকুরী প্রার্থী পবিত্রের  বাবা ভগিরথ বাবু জানান, স্বপন বাবু একটা আশ্বাস দিয়েছিল আমার ছেলেকে নেবে আমার কাছে ৫ লক্ষ টাকা চাইছে এই ব্যাপারে অন্য জায়গায় টাকা বেশি পাইয়া আমাকে না বলে দিছে, আমারে অনেক আশ্বাস দিছিলো।

অন্য এক চাকুরী প্রার্থীর ভাই প্রদীপ মন্ডল জানান, আমার ভাইরে চাকরি দেওয়ার কথা কইছে নিয়োগ দাও তোমারে চাকরি দেওয়ার ব্যবস্থা করবানি, স্কুলের সাথে ৩ শতক জায়গা যদি তুমি দাও তাহলে তোমারে চাকরি দিবানি এই পর্যন্ত চলছে লাস্টের দিকে আইসা জমি লাগবেনা, পরে ছয় লক্ষ টাকা চাইছে আমি দিনাই বলে এখন আমার ভাইরে চাকরি দেবে না।
খোদ বিদ্যালয়ের অফিস সহায়ক গুরুদাস বিশ্বাস বলেন, হেডমাস্টার কিছু জানে না তবে টাকা পয়সার লেনদেন হয়েছে এটা আমি জানি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমানের সঙ্গে কথা বললে তিনি  প্রতিবেদককে জানান, এ ব্যাপারে আমার অফিসে একটা অভিযোগ এসেছে এবং উপজেলার বিভিন্ন দপ্তরে অভিযোগ এসেছে কিন্তু আমি কিছু জানিনা। মাধ্যমিক শিক্ষা অফিসার এবং স্কুল কমিটির সভাপতির সমন্বয়ে এই দুর্নীতির কারসাজি চলছে এমন প্রশ্ন করলে উত্তরে বলেন , কথাটি ঠিক নয় এটা সত্য নয় আমরা এখানে এসব কাজ করিনি। আমরা তাৎক্ষণিকভাবে বই থেকে প্রশ্ন করি এবং যে মেধাবী তাকে সিলেকশন দেয়া হবে। নিয়োগ পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তিনি বলেন, এই কথাটি সম্পূর্ণ অসত্য এবং এখানে একজন রাজনৈতিক বড় নেতা আমাকে বলছেন, ওইখানে ম্যানেজিং কমিটি নিয়ে দুইটি গ্রুপ আছে। এই এক গ্রুপে নিয়োগ দিলে আরেক গ্রুপে এই নিয়ে ঝুই ঝামেলা সৃষ্টি করে এবং তারা এমন বানোয়াট কথা বার্তা বলেন এবং আগামীকালকে সুন্দরভাবে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের নিমন্ত্রণ দেওয়া হল।
 এ ব্যাপারে ডুমুরিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি স্বপন কুমার বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে প্রথমে কথা বলতে রাজি হলেও পরবর্তীতে বারেবারে যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আল মামুন জানান এ বিষয়ে আমার কাছে একটি অভিযোগ পত্র দেওয়া হয়েছে সঠিক তথ্য প্রমাণ পেলে আমি সংশ্লিষ্ট অধিদপ্তরকে জানাবো।

এলাকাবাসীর প্রত্যাশা ডুমুরিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর ও নৈশ প্রহরী নিয়োগে স্বচ্ছ ও সুন্দর পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করবেন এমনটি আশা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big