Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বাগেরহাটের রামপালে জামায়াত বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার




কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে জামায়াত বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। উপজেলার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয় ভবনের সামনের মাঠে সোমবার (১৪ আগস্ট) সকাল সাতটার দিকে নাশকতা সৃষ্টির যড়যন্ত্র ও ধ্বংসযজ্ঞ চালোনোর উদ্দেশ্যে সমবেত হওয়া সহ বিস্ফোরক পদার্থ মজুত করা, হেফাজতে রাখা ও বিস্ফোরন ঘটানো সহ সহায়তা করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ২টি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেলের ০৭টি জালের কাঠি, ২টি টিনের অংশ, ৮টি লোহার রড, ১৩ টি বাঁশের লাঠি ও ১ টি লোহার হাসুয়া।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শোলাকুড়া গ্রামের গাজী মাহাবুবুল আলমের ছেলে গাজি আরাফাত (৩৫), কাশীপুর গ্রামের আমজাদ আলীর ছেলে মোহাম্মদ তরিকুল ইসলাম (৪৬), সোনাকুড় গ্রামের মৃত এজাহার উদ্দিনের ছেলে মোহাম্মদ আলমগীর হোসেন (৪৮), গৌরাম্ভা গ্রামের রশিদ আকুঞ্জির ছেলে মোহাম্মদ মাহফুজ আকুঞ্জি (৪৫), বর্নি গ্রামের শেখ মহিউদ্দিনের ছেলে খবির উদ্দিন (৫২), কদমদী গ্রামের মতলব হোসাইনের ছেলে মোস্তাফিজুর রহমান (৪২), বারুইপাড়া গ্রামের মৃত আলম মোল্লার ছেলে মোল্লা আব্দুর রাজ্জাক (৫৮) এবং বাঁশতলী গ্রামের হাজী হাবিবুল্লাহর ছেলে মোঃ জুলফিকার আলী।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, উপজেলার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের সামনে মাঠে নাশকতা সৃষ্টির যড়যন্ত্র ও ধ্বংসযজ্ঞ চালোনোর উদ্দেশ্যে সমবেত হওয়া সহ বিস্ফোরক পদার্থ মজুত করা, হেফাজতে রাখা ও বিস্ফোরন ঘটানো সহ সহায়তা করার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এসআই (নিঃ)/ শেখ মোঃ আজগর আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big