কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটে তাঁতী লীগের অফিসসহ বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, শেখ হেলাল উদ্দিন এমপি ও স্থানীয় সাংসদ শেখ তন্ময়ের ছবি রাতের আঁধারে ভাংচুর করেছে একদল দুর্বৃত্তরা। শনিবার (১৯ আগষ্ট) গভীর রাতে জেলা সদরের বেমরতা ইউনিয়নের চরগ্রামের ৪নং ওয়ার্ড তাঁতী লীগের এই অফিসটিতে ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ।
গোপন সূত্রে জানা গেছে দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে স্থানীয় নেতারা বলেছেন যে বা যারাই এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।
তাঁতী লীগের অফিসের নিচের দোকানদার চরগ্রামের স্থানীয় বাসিন্দা বেলায়েত হোসেন বিলু বলেন, গভীর রাতে কোন এক সময় কে বা কাহারা অফিস ভাংচুর করে। সকালে এসে দেখি অফিসে থাকা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, এমপি শেখ হেলাল উদ্দিন, শেখ তন্ময়সহ বিভিন্ন রাজনৈতিক নেতার ছবি ও চেয়ার টেবিল ভাংচুর করেছে। আমরা এঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানাই।
বাগেরহাট সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেন, বাগেরহাটে তাঁতী লীগের কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে কতিপয় দূর্বৃত্তরা এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে। তারা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের এমপি শেখ হেলাল ও শেখ তন্ময় এর ছবি ভাংচুর করেছে। আমি খবর পেয়েছি, গভীর রাতে এখানে পিকনিক করেছে কিছু স্থানীয় ও বহিরাগত লোকজন। স্থানীয় এলাকাবাসি ও আমাদের ধারনা ওই লোকজন এই হামলা চালিয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম আজিজুল ইসলাম বলেন, গভীর রাতে তাঁতী লীগের অফিসে ভাংচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 মন্তব্যসমূহ