ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মহানগরীর ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক। বলেছেন ‘‘ বন্ধবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র ভেদ করে আওয়ামী লীগ রাষ্ট্রিয় ক্ষমতায় এসে দেশ এখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। তখনই বিএনপি জামায়াত ষড়যন্ত্র করছে, তিনি বলেন বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিল তার কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চলেছে। তাই আগামীর প্রজন্মকে সুখি ও সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ দেখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রিয় ক্ষমতায় আনতে হবে। আর এ জন্য সকল ভেদাভেদ ভুলে দল যাকে মনোনয়ন দেবে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। ’’। তিনি গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টায় গিলাতলা সোনাতলা বাজার ঘাটে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, সহ—সভাপতি বেগ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভপতি শেখ আবিদ হোসেন, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান,
৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ খান হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ আঃ হকের সঞ্চালনায় শোক সভায় বক্তৃতা করেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী জাকারিয় রিপন, ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমান, ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খম লিয়াকত আলী, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ কিসমত আলী, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, সুরুজ্জামান হানিফ, সরদার আলী হোসেন, তাতীলীগ নেতা কাজী আজাদুর রহমান হিরোক, নাসিরউদ্দীন, রিয়াজুল ইসলাম রাজা, রেজওয়ান রাজা আকুজ্ঞী, ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতা—কর্মীরা উপস্থিত ছিলেন। শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
0 মন্তব্যসমূহ