নিজস্ব প্রতিবেদকঃ
রূপসায় উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠপু্ত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান ৫ আগস্ট অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম।
যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্যার পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,
রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম,কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান।
বক্তৃতা করেন প্রানী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মৎস্য কর্মকর্তা বাপী দাস , প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান,পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, সহাকারী প্রোগ্রামার রেজাউল করিম,
সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মুক্তিযোদ্ধা আঃ মালেক শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,রূপসা পল্লী বিদ্যুতের এজিএম মোঃ এ হালিম খান, এম মতিয়ার রহমান, কাজদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মারুফুল হক , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, শিক্ষক আহসানউল্লাহ
শিক্ষক কমলচন্দ্র সানা, নৃপেন্দ্রনাথ রায়, সাংবাদিক ফ,ম,আইয়ুব আলী, মোঃ বাবর হোসেন বাকি প্রমূখ। এরপূর্বে রূপসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
0 মন্তব্যসমূহ