Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ক্লাশ ফাঁকি দিয়ে ইউনিফর্ম পরেই গিলাতলা কেডিএ আবাসিকে শিক্ষার্থীদের আড্ডাবাজি

সাইফুল্লাহ তারেক, আটরা গিলাতলা প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্লাশ ফাঁকি দিয়ে বিভিন্ন স্পটে আড্ডা দিতে দেখা যাচ্ছে। স্কুল ও কলেজ চলাকালীন সময়ে ইউনিফর্ম পরেই তারা ঘুরছে ও আড্ডায় মেতে উঠছে। দীর্ঘদিন থেকে বিষয়টি চলে আসলেও এ বিষয়ে টনক নড়ছেনা কর্তৃপক্ষের। ক্লাস চলাকালীন গিলাতলা কেডিএ আবাসিকে শিক্ষার্থীদের দেখা মিললে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা থাকলেও অজ্ঞাত কারনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নিরব ভুমিকা পালন করছেন।গত কয়েকদিন ধরে খানজাহান আলী থানা এলাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দল বেধে এসে দুই থেকে চার জনে বিভক্ত হয়ে আড্ডা দিচ্ছে। আবার এক একটি দলে ৫ থেকে ৭জন করে আড্ডা দেয়। কেউ কেউ কলেজ চলাকালীন সময়ে আড্ডা দিয়ে ছুটির সময়ে আবার বাড়িতে চলে যায়। ছুটির পর তারা বাড়িতে চলে যাওয়ার তাদের অভিভাবকেরাও বিষয়টি টের পায় না। জানা যায়, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়, শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের ক্লাশের সময় শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস পড়ে গিলাতলা কেডিএ আবাসিক এলাকার আনন্দ নিকেতন মডেল স্কুলের মাঠে, শিরোমনি বাইপাস এলাকা , খানজাহান আলী থানা রোডের পুর্বপাশের গাফফারফুড মোড় সংলগ্ন বালিরঘাট , মিরেরডাঙ্গা আবাসিক এলাকায় এসকল শিক্ষার্থীদের দেখা মেলে। এছাড়াও বিভিন্ন পার্ক ও রেস্তোরাতেও এদের আড্ডা বাজি চলে। এসকল শিক্ষার্থীরা প্রথম ক্লাশ করেই বেড়িয়ে পরে বন্ধু-বান্ধবদের নিয়ে বিভিন্ন আড্ডা বাজির স্পটের উদ্দেশ্যে। এসব স্থানে তারা ঘন্টার পর ঘন্টা ধরে আড্ডা মারে। অনেকে ইয়ারকি ঠাট্টায় মাতোয়ারা হয়ে থাকে। অনেকে নির্দিষ্ট জোড়ায় জোড়ায় ভাগ হয়ে একান্ত সময় কাটায়।এসব স্থানে প্রণয় সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রায় অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। এতে শিক্ষার্থীরা দিন দিন পড়া-শোনার প্রতি অমনোযোগী হয়ে পড়ছে এর পাশা-পাশি ক্লাশের পাঠ্যসূচি সম্পূর্ন করাও তাদের জন্য হয়ে পড়ছে অসম্ভব। বিষয়টি দিন দিন উদ্বেগজনক হারে বাড়লে এ ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে থেকে কোন পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। গিলাতলা কেডিএ আবাসিক এলাকার অভিভাবক মোঃ সাইদুল ইসলাম বলেন , সন্তান স্কুল বা কলেজে ঠিকমতো গেল কি না, বা ক্লাশ ঠিকমতো করে কি না তা মনিটরিং করার প্রয়োজন রয়েছে। কিন্তু পেশাগত কাজে ব্যস্ত থাকায় তা সম্ভব হয়ে ওঠেনা। সে সুযোগে সন্তানরা অনেক সময় বিপথগামী হয়। তবে ব্যাপারটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা হলে তা সবচেয়ে যুক্তি যুক্ত হয়। বিশেষ করে ক্লাশের শুরুতে এবং শেষে রোল কল বাধ্যতামূলক করা উচিত। গিলাতলা দক্ষিনপাড়া এলাকার এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন সকাল থেকে দুপুর পর্যন্ত গিলাতলা কেডিএ আবাসিক ও আনন্দ নিকেতন স্কুল মাঠে শিক্ষাপ্রতিষ্ঠানের ড্রেস পড়ে যে ভাবে বেহায়াপানায় শিক্ষার্থীরা মেতে ওঠে তাতে বোঝা যায় যে সমাজে নৈতিক অবক্ষয় শুরু হয়েছে , অতিদ্রত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহন না করলে এর পরিনাম ভয়াবহ হবে বলেও তিনি আশংকা করেন। বিষয়টি নিয়ে একাধীক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সাথে আলাপ করলে তারা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে তারা জানিয়েছেন। বিষয়টি নিয়ে আটরা শ্রিনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসেন বিশ^াস বলেন , শিক্ষা প্রতিষ্ঠানের কোন কর্মসূচি ছাড়া একাডেমিক ড্রেস পড়ে কোন ছাত্র-ছাত্রী আড্ডা বাজি বা ব্যাক্তিগত কাজে যেতে পারেনা এটা বে-আইনি। শিক্ষা প্রতিষ্ঠান গুলোর উচিত এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া। এ ব্যাপারে শিক্ষক এবং অভিভাবক সকলের সচেতনতার প্রয়োজন রয়েছে। ক্লাশে অনুপস্থিত থাকলে শিক্ষার্থীরা নন-কলেজিয়েট হয়। এজন্য তারা পরীক্ষা দিতে অযোগ্য হয়। তবে তিনি বলেন, সকল মহলের সচেতনতার পাশাপাশি থানা পুলিশ এ ব্যাপারে আন্তরিক হলে একটা ভালো পরিবর্তন হবে বলেও তিনি মনে করেন। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান বলেন , আমি থানায় যোগদানের পর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ও মোড়ে মোড়ে বখাটে এবং ইভটিজার দের বিরুদ্ধে অভিযান করেছি, অনেক বখাটে কে আটক করে আইনগত ব্যবস্থা সহ অভিভাবকদের মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি । যেহেতু আপনাদের মাধ্যমে এইপ্রথম জানতে পারলাম শিক্ষা প্রতিষ্ঠান চলাকালিন শিক্ষার্থীরা ক্লাশ ফাঁকি দিয়ে বিভিন্ন স্পটে আড্ডা দিচ্ছে, সেহেতু তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big