নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধিঃ
রূপসায় ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শির্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১৭ এপ্রিল বিকেলে অফিসার্স কাব মিলনায়তনে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিেেশষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, বন কর্মকর্তা মুজিবুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার ততারেক ইকবাল আজিজ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ আজাদ, আঃ মালেক, রূপসা প্রেসকাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাংগঠনিক সম্পাদক খান আঃ জব্বার শিবলী, সাংবাদিক চিত্ত রঞ্জন সেন প্রমূখ।
0 মন্তব্যসমূহ