সাইফুল্লাহ তারেক:খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোষ্ট এলাকা থেকে ১৬ এপ্রিল রাতে ৮০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পথের বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রাকিবুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত তল্লাশি চলাকালে মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গার জীবননগরের সিংনগর এলাকার আশাদুলের পুত্র সাইফুল ইসলাম (২৫) ও একই এলাকার আলী আকব্বরের পুত্র তামিম রেজা (২২) মটরসাইকেল যোগে চেক পোষ্ট এলাকা অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহজনক হলে দেহে তল্লাশি চালিয়ে একজনের কাছে থাকা ট্রাভেল ব্যাগ এর ভিতর থেকে ৪০ বোতল এবং অপর একজনের বিশেষ কায়দায় পরিহিত কটির ভিতর থেকে ৪০ বোতল মোট ৮০ ফেনসিডিল ও ১ টি মটরসাইকেল সহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে । মামলা নং ০৬ তাং ১৬/০৪/২২ ।
0 মন্তব্যসমূহ