সাইফুল্লাহ তারেক , আটরা গিলাতলা প্রতিনিধি ঃ মহান স্বাধীনতা দিবস উদযাপন ২০২২ উপলক্ষে মহান স্বাধীনতার ৫১ বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা উত্তর জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা দলিয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় । জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা উত্তর জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হুসাইন । বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান। সহকারী সেক্রেটারী ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল এটি,এম গাউসুল আযম হাদী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, জামায়াত নেতা মোঃ কামরুল গাজী, মোঃ শাহাদাত হোসেন প্রমূখ।
0 মন্তব্যসমূহ