সাইফুল্লাহ তারেক , আটরা গিলাতলা প্রতিনিধি ঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মানবকল্যান ফাউন্ডেশন মশিয়ালি, খানজাহান আলি থানার উদ্যোগে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষার ক্যাম্প ২৬ শে মার্চ শনিবার সকালে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বখতিয়ার পারভেজের সভাপতিত্বে স্থানীয় মিনাবাজার চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মুন্সী মঈনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ সিরাজুল ইসলাম, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গউসুল আযম হাদি, সৈয়দ হাসান মাহমুদ টিটো, গাজী মোর্শেদ মামুন, গাজী কামরুল ইসলাম, গাজী মুস্তাফিজুর রহমান প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে মানবতার সেবায় ভূমিকা রাখায় মানব কল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সমাজের বিত্তবানবানদের মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। মহান স্বাধীনতা দিবসের আহবান সবার জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করা। সরকারের প্রতি তিনি এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
0 মন্তব্যসমূহ