রিপন বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে প্রত্যুষে ৩১ বার তপোধ্বনির মধ্যদিয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়।
সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বঙ্গবন্ধু চত্বর থেকে র্যালি শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে শেষ হয়।
এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সরকারি বিভিন্ন দপ্তর, আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে জেলা শিল্পকলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া নড়াইল পৌরসভায় ১০১ পাউন্ডের কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচির মধদিয়ে দিনটি পালিত হচ্ছে।
এসব কর্মসূচিতে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ