সুমন খান ইমরান,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল চিটাগাং রোড ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্ধিরগঞ্জের শিমরাইল চিটাগাং রোড ইউটার্ন এলাকায় গাড়ি ঘোরানোর সময় দ্রুত গামী একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে ৩টি প্রাইভেট কার, ৩ টি পিকআপ, ২টি মোটরসাইকেলসহ ১০টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়।
এতে এক ব্যক্তি নিহত ও ১০ জন গুরুতর আহত হন।
এঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী যান চলাচল কিছু সময় বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠিয়েছে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এটিএসআই বাহার উদ্দিন উদ্ধার তৎপরতা চালান।
এটিএসআই বাহার উদ্দিন জানান, ঘটনাটি ভয়াবহ। এক সাথে ১০টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে।
0 মন্তব্যসমূহ