রাকিব চৌধুরী, টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে টুংগীপাড়া উপজেলা ছাত্রলীগ।
সোমবার সকালে পাটগাতি বাসস্টান্ড আওয়ামীলীগ কার্যালয় হতে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
এরপরে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি নিউটন মোল্লার এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ নবনির্বাচিত সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল ও টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন আরো উপস্থিত ছিলেন,
টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস,টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের বাশার, নবনির্বাচিত পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল,পৌর আঃলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুংগীপাড়া উপজেলা যুবলীগ সভাপতি কচি আহমেদ এছাড়া গোপালগঞ্জ জেলা পাঁচটি উপজেলার ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ